সোমবার, ৫ মার্চ, ২০১২

রবির নতুন সার্ভিস ‘রবি সার্কেল’.আজই জয়েন করুন

মোবাইল কোম্পানি রবি নতুন একটা সার্ভিস চালু করেছে.সার্ভিসটির নাম রবি সার্কেল.
এই সার্ভিসের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ রাখতে পারবেন প্রায় ফেসবুকের মতো
রবি সার্কেলে জয়েন করতে আজই আপনার রবি মোবাইল থেকে ডায়াল করুন  *১৪০*৮৮৮০# (14th,April,2012 পর্যন্ত সম্পূর্ণ ফ্রী)
যারা এখনো  পর্যন্ত registration করেন নি,তারা *১৪০*৮৮৮০# ডায়াল করে ১ লিখে রিপ্লাই করুন.তারপর আপনি নিকনেইম লিখুন যে নামে আপনার ফ্রেন্ডরা আপনাকে রবি সার্কেলে খোঁজে পাবে.
registration করার পর আপনি ৫০০ পয়েন্ট পাবেন ব্যবহারের জন্য.যে পয়েন্টগুলা আপনি কমেন্ট বা স্টেটাস করার জন্য ব্যবহার করতে পারবেন.পয়েন্ট শেষ হয়ে গেলে পয়েন্ট কিনতে পারবেন.
১৫০ পয়েন্ট কিনার জন্য CPOINTS 150 লিখে 8880 নাম্বারে এস এম এস করুন
150points=5TK
৩৫০ পয়েন্ট কিনার জন্য CPOINTS 350 লিখে 8880 নাম্বারে এস এম এস করুন
350points=10TK
কোনো বন্ধুকে আপনার সার্কেলে জয়েন করতে হলে মোবাইলের মেসেজ অপসন থেকে  CJOIN <nickname> লিখে 8880 নাম্বারে এস এম এস করতে হবে বা *১৪০*৮৮৮০# ডায়াল করে ২ লিখে রিপ্লাই করে আপনার বন্ধুর নিকনেইম লিখে সেন্ড করলে আপনার বন্ধু আপনার সার্কেলে যোগ হয়ে যাবে.
স্টেটাস করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপসন থেকে CSHOUT <your status>  লিখে 8880 নাম্বারে এস এম এস করতে হবে ,তাহলে আপনার সার্কেলের সব ফ্রেন্ডের কাছে সেই স্টাটাস পৌছে যাবে.
কমেন্ট করতে হলে আপনার মোবাইলের মেসেজ অপসন থেকে CCOM <your friend’s nickname> <your comment> লিখে 8880 নাম্বারে এস এম এস করলে কমেন্ট আপনার বন্ধুর মোবাইলে পৌছে যাবে.
আপনার কত পয়েন্ট আছে টা জানতে হলে আপনার মোবাইলের মেসেজ  অপসন থেকে CBAL লিখে 8880 নাম্বারে মেসেজে করুন তাহলে ফিরতি মেসেজ বেলেন্স জানতে পারবেন.
To set gender send CSET G <m or f> to 8880
To set your fullname, send CSET N <fullname> to 8880
To poke a member send CPOKE <nickname> <massage> to 8880
To find friends send CWHO to 8880
Invite friends to CIRCLE send CPOKE <phone no.> to 8880
To set birthday send CSET B <ddmmyy> to 8880
To get help send CHELP to 8880
পোস্টটি পরে উপকৃত হলে কমেন্ট করে জানাবেন
আমার সাথে রবি সার্কেলে জয়েন করতে চাইলে আপনার মোবাইলের মেসেজ  অপসন থেকে CJOIN ZONAYEDPCA  লিখে 8880 নাম্বারে সেন্ড করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন